নিজস্ব সংবাদদাতা ॥ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মিলাদের মধ্য দিয়ে শনিবার বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করা হয়েছে।
মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আহসান হাবীব কামাল গ্রুপ দ্বিধা বিভক্তি হয়ে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থনে জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু ও আরেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার নেতৃত্বে পাল্টা পাল্টি কর্মসূচী পালিত হয়েছে।