নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।
জানা গেছে, মাদারীপুরের কলেজরোড এলাকার বাসিন্দ মোঃ খলিলুর রহমান ও তার স্ত্রী প্রাইমারি স্কুল শিক্ষিকা সুমি বেগম (২৭) মটরসাইকেলযোগে গতকাল শনিবার সকাল সাতটার দিকে মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সকাল আটটার দিকে বার্থী বাসষ্ট্যান্ডে পৌঁছলে বাজারের অপ্রতিরোধ্য ¯প্রীট বেকার অতিক্রমকালে সুমি মটরসাইকেলের পিছন থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।