নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-বাবুগঞ্জ সড়কের দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দর সংলগ্ন এলাকায় রবিবার সকাল সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রন হারিয়ে সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস সড়কের পাশ্ববর্তী খালে পরে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে।
জানা গেছে, সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস বাবুগঞ্জের লাশঘাটা থেকে যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাহুতকাঠী বন্দর সংলগ্ন এলাকার বাসটি পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্ববর্তী খালে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওহাব নামের এক বৃদ্ধ ও শিফা নামের ৫ বছরের এক শিশু নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে বাবুগঞ্জ ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।