নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদী থেকে রবিবার বেলা ১১টার দিকে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, স্থানীয় জেলেরা নদীতে এক যুবক ও এক শিশুর লাশ ভাসতে দেখে মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে তেতুলিয়া নদী থেকে ভাসমান লাশ দুটিকে উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। লাশ দুটির কোন পরিচয় পাওয়া যায়নি।