বরিশাল সিটি সার্ভিসে হামলা চালিয়ে ভাংচুর – একজন আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর বিএম কলেজ এলাকায় সিটি সার্ভিসের বাস থেকে যাত্রী নামিয়ে ভাংচুর করার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার সিটি পরিবহনের একটি বাস সদর রোড থেকে নথুল্লাবাদ যাওয়ার সময়ে বিএম কলেজের প্রথম গেট এলাকায় একটি রিকসাকে ধাক্কা দেয়। এতে রিকসার দু’টি চাক্কা ভেঙ্গে চালক শামীম হোসেন আহত হয়।

এর কিছুক্ষন পর সিটি সার্ভিসের অপর একটি বাস ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময়ে নতুন বাজার এলকার রামকৃষ্ণ মিশন সমানে ২০/২৫ জনের একটি দল বাসের গতিরোধ করে। তারা গাড়িতে থাকা প্রায় অর্ধশত যাত্রী নামিয়ে দিয়ে বাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে বাসযাত্রী ও স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে বাস শ্রমিকেরা ঘটনাস্থলে আসলে পরিস্থিত আরো উত্যপ্ত হয়ে ওঠে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে নগরীর ভাটিখানা সাহা পাড়ার আলী হোসেনের পুত্র এ.আর মাসুদ নামের এক যুবককে আটক করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি কে.এম মতিয়ার রহমান জানান, বাস ভাংচুর ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারন ডায়েরী করেছে