নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অন্যতম সংগঠক, অবসরপ্রাপ্ত মিলিটারী, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ মিলনের পিতা খোরশেদ আালম মৃধা (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে দক্ষিণ পালরদী মহল্লার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার দুপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান খান মুকুল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কাজল, সহসভাপতি শরীফ জহির সাজ্জাত হান্নান, মোল্লা বশির আহম্মেদ পান্না, সরোয়ার হোসেন, প্রচার সম্পাদক সাইদুল আলম খান সেন্টু, গোলাম মাওলা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।