নিজস্ব সংবাদদাতা ॥ তারেক রহমানের চতুর্থ কারামুক্ত দিবস উপলক্ষে সোমবার সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পাল্টাপাল্টি ভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখ থেকে র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি’র নেতৃত্বে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান শাহীন। অপরদিকে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালী বের করা হয়। এছাড়াও গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার নেতৃত্বে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।