নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের হাবুল হাওলাদারের বসত ঘরের চারজনকে অজ্ঞান করে দুবৃত্তরা সর্বস্ত্র লুট করে নিয়েছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে।
জানা গেছে, ওই গ্রামের ওয়াজেদ আলীর পুত্র হাবুল হাওলাদারের বসত ঘরে রাতের খাবারের সাথে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। সোমবার রাতে ওই খাবার খেয়ে হাবুল তার স্ত্রী কানন বেগম পুত্র রাতুল ও কন্যা শাহরিয়া অচেতন হয়ে পরে। এ সময় দুবৃত্তরা ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির লোকজন পরিবারের চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ স্থানীয় চা বিক্রেতা লোকমান শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।