নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া থানায় আটক হওয়া প্রেমিক জুটিকে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়েছে। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বিল্লগ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের কন্যা সরকারী গৌরনদী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সদ্য উত্তীর্ন ছাত্রী শুকতারা ইসলামের সাথে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জাজিরা গ্রামের আব্দুস সালাম গাজীর পুত্র সৈয়দ আবুল হোসেন কলেজেরে স্নাতক বর্ষের ছাত্র ফরিদ হোসেন বাদলের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার ওই প্রেমিক জুটি পালিয়ে আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে এক আত্মীয় বাড়িতে উঠলে স্থানীয়দের সন্ধেহ হয়। ওইদিন রাতে খবর পেয়ে থানা পুলিশ প্রেমিক জুটিকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে উভয় পরিবারের অভিভাবকেরা মুচলেকা দিয়ে প্রেমিক জুটিকে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে থানা মসজিদের ইমাম মোঃ আলাউদ্দিন ফকিরের কাজী অফিসে প্রেমিক জুটিকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেয়া হয়।