নিজস্ব সংবাদদাতা ॥ দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বরিশালের অভ্যন্তরীন সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ২ নম্বর নৌ-হুশিয়ারী সংকেতের কারনে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বরিশালের অভ্যন্তরীন ১৩টি রুটের লঞ্চ চলাচল কন্ধ করে দেয়া হয়।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল বাশার মজুমদার জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে দুপুর ১টা থেকে বরিশালের অভ্যন্তরীন ১৩টি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এদিকে দুপুরের পর থেকে বরিশাল-ভোলাসহ সকল রুটের লঞ্চ টার্মিনালে নিরাপদস্থানে রাখা হয়েছে। ফলে এ সকল রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পরেছেন।