নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান আদালত নগদ ৫ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে এসব দোকানে ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোর্ত্তীন পন্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়েছে।
সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাইল হোসেনের নেতেৃত্বে পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত নগরীর কালিজিরা বাজার এলাকার চ্যানেল ট্রের্ডাসকে দোকানের ট্রেডলাইসেন্স না থাকার জন্য ৫ হাজার টাকা, একই অভিযোগে পাশ্ববর্তী একটি ফার্নিচারের দোকান থেকে ৩’শ টাকা ও একটি ষ্টেশনারী দোকানে মেয়াদোর্ত্তীন জুস বিক্রির অভিযোগে ৫’শ জরিমানা আদায় করেন। এছাড়াও ভ্রাম্যমান আদালত ওই ষ্টেশনারী দোকানে মজুদকৃত বিপুল পরিমান মেয়াদোর্ত্তীন জুস বিনষ্ট করেন। এসময় সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর জাহাঙ্গীর মোল্লাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।