বিশ্বকাপ ফুটবলকে ঘিরে লটারীর নামে গৌরনদী থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কটকস্থল গ্রামের ফিরোজ মিয়া অভিযোগ করেন, প্রতিদিন বিশ্ব কাপ ফুটবল খেলার শেষে পুরস্কার দেয়ার কথা রয়েছে। অথচ লটারী বিক্রির শুরু থেকে এ পর্যন্ত প্রতিদিনই সে লটারী ক্রয় করছেন। এখনো তিনি কোন পুরস্কার পাননি। ফুটবল প্রেমিদের আকৃষ্ট করতে লটারীর নামে এটি একটি অভিনব প্রতারনা বলে তিনি উল্লেখ করেন।
লটারী বিক্রেতা ও বার্থী বাজারের জননী ষ্টোরের মালিক করিম লস্কর লটারীর নামে প্রতারনার কথা অস্বীকার করে বলেন, টাকা খাটিয়ে ফিফা ওয়ার্ন্ড কাপ ২০১০ উপলক্ষে দর্শকদের আকৃষ্ট করতে এ লটারীর আয়োজন করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলামের কাছে লটারীর নামে প্রতারনা করে লক্ষ লক্ষ হাতিয়ে নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে এখনো কেউ অভিযোগ দেননি। তবে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া গেলে লটারী বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।