নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের আহবায়ক শওকত হোসেন হিরনকে নিয়ে আপত্তিকর লিফলেট বিতরনের ঘটনায় সন্দেহভাজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গঠিত কমিটিকে আগামি ১০ কার্যদিবসের মধ্যে ঘটনা অনুসন্ধান করে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
বুধবার রাতে বিসিসির মেয়রের বিরুদ্ধে কটুক্তি করে লিফলেট বিতরনকারীকে সনাক্ত করতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ফেরদৌস আলম তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রদান ডাঃ শফিকুজ্জামান রুবেলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দু’সদস্য হলেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ অনীল চন্দ্র দত্ত এবং সহকারী পরিচালক ডাঃ কামরুল হাসান সেলিম। আগামী ১০ কার্য দিবসের মধ্যে তাদের পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।