নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার চারটি গ্রামে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আস্কর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধের জেরধরে হামলায় উভয় পক্ষের ছয়জন আহত হয়। গুরুতর আহত রিনা বৈদ্য, শ্রীবাস বৈদ্য, রেনুকা বৈদ্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে পুর্ব বিরোধের জেরধরে পয়সারহাটের ব্যবসায়ী জাপান খন্দকারের স্ত্রী শিল্পি বেগম প্রতিপক্ষ বাচ্চু খন্দকারের স্ত্রী বিউটি বেগম আহত হয়েছে। একইদিন বড় কসবা গ্রামের রনি আহম্মেদ, পিঙ্গলাকাঠী গ্রামের আলম তাজ পারিবারিক বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়।