নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগীতা শেষে বুধবার সন্ধ্যায় দু’পক্ষের খেলোয়ার ও তাদের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে টরকী বন্দর ভিক্টারী মাধ্যমিক বিদ্যালয় বনাম পালরদী মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে হ্যান্ডবল খেলায় টরকী বন্দর ভিক্টারী মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। খেলা চলাকালীন সময় দু’স্কুলের শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়। খেলা শেষে ওইদিন সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে টরকী স্কুলের খেলায়ার ও সমর্থকদের ওপর পালরদী স্কুলের শিক্ষার্থীরা হামলা চালয়। একপর্যায়ে টরকী স্কুলের শিক্ষার্থীরাও পাল্টা হামলা চালায়। এ সময় উভয় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গোটা বাসষ্ট্যান্ড এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে সৌরভ খান, মেহেদী হাসান সৈকত, প্রিন্স শেখ, সুজন হোসেন, স্বদেশ মন্ডল, পারভেজ, রাসেল, শিহাবসহ উভয় স্কুলের কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়।