নিজস্ব সংবাদদাতা ॥ সৌর সেচ ইরিগেশন প্রজেক্টের সুফল নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী বাজারে কৃষক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (ইডকল)-এর অর্থায়নে ও আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের সহযোগীতায় কৃষক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য কাজী গিয়াস উদ্দিন বাবুল। সভায় প্রধান অতিথি ছিলেন ইডকল-এর সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার সেন। বিশেষ অতিথি ছিলেন আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের মনিটরিং অফিসার খান মোঃ রুস্তুম আলী, অর্গনাইজেশন ফর সোশাল্ ডেভেলপমেন্ট ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী। বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ মাহাবুবুর রহমান, পরিমল চন্দ্র মন্ডল, কৃষক মোঃ শাহিন সরদার, আলাউদ্দিন সরদার, দিলীপ কুমার কর, সোহাগ আহম্মেদ, সুজন সরদার, মাঈন উদ্দিন,স্বপন কুমার প্রমুখ।