নিজস্ব সংবাদদাতা ॥ দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
গণতান্ত্রিক জোটের ও বাংলাদেশ জাতীয়লীগের চেয়ারম্যান আ.ক.ম শহীদুল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ-বাকশালের চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টির মহাসচিব এ্যাডভোকেট মোঃ নোমান, ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মোমেনা খাতুন, মহাসচিব মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জনশক্তি পার্টির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সিকদার, মহাসচিব সৈয়দ মামুন মিয়া, জাতীয়লীগের কেন্দ্রীয় সদস্য আশরাফ হোসেইন সরকার প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, এ্যাটম বৈরাগী, মোনাসেফ মামুন, তারিকুল ইসলাম দিপু, সৈয়দ নকিবুল হক, রফিকুল ইসলাম সবুজ, মোহাম্মদ আলী, প্রেমানন্দ ঘরামী, ফটো সাংবাদিক নাসির উদ্দিন সৈকত, এনায়েত হোসেন মুন্না প্রমুখ।