নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক রাখাল চন্দ্র দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজল দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, শান্তি রঞ্জন চক্রবর্তী প্রমুখ। সম্মেলনের শুরুতে শারদাঞ্জলির মোড়ক উন্মোচন, দাতা ও আজীবন সদস্যদের মাঝে সনদ প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে নগরীর বিভিন্ন পূজা মন্ডবের কাউন্সিলদের অংশগ্রহনে কাউন্সিল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।