গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ক্রেডিট ইউনিয়নের সভাপতি কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, কালবের মাদারীপুর জেলা ব্যবস্থাপক খোকন দাস, শিক্ষক নির্মল চন্দ্র হালদার, সাবেক পৌর কাউন্সিল শাহানাজ পারভীন। বার্ষিক রির্পোট পেশ করেন বিদায়ী সম্পাদক আব্দুল ওহাব মোল্লা। বক্তব্য রাখেন মজিবুর রহমান, সুদাম পাল, কামাল হোসেন প্রমুখ। বিকেলে গোপন ব্যালটের মাধ্যমে কাজী আসাদুজ্জামান সভাপতি, অলি আজিম খান পলাশ সহসভাপতি, প্রদীপ কুমার দাস সম্পাদক ও সদস্য যথাক্রমে মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান ও মো. আসাদুজ্জামান নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন গৌরনদী উপজেলা সমবায় কর্মকর্তা মো. খোরশেদ আলম। উল্লেখ্য, ৩৮৬ ভোটের মধ্যে ৩৪৬ ভোট ভোটাররা প্রদান করেন।