নিজস্ব সংবাদদাতা ॥ “স্বাক্ষরতাই উন্নতী-আসবে দেশে শান্তি” এ শ্লোগান নিয়ে বরিশালে উদ্যাপিত হয়েছে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস। বেলা এগারোটায় দিবসটি উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমিন।
একইদিন দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে বেলা বারোটায় র্যালী বের করে গেরাকুল মহল্লার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষক নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক অমূল্য রতন কর, ইসতিয়াক আহম্মেদ, মোকলেছুর রহমান, তামান্না বেগম, অনিতা রানী দাস, শিক্ষার্থী রাতুল আকন, ঈশিতা খানম প্রমুখ।