নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী মানিক শেখের মৃত্যু হয়।
কারাগারের জেলার আবু ছায়েম জানান, মৃত কারাবন্দী মানিক শেখ বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের সোহরাব শেখের পুত্র। মানিক শেখ বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলো তার হাজতি নং ৪৭১৪/১১। জেলার আবু ছায়েম আরো জানান, বানারীপাড়া থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার আসামি হিসেবে ২০১১ সনের ১৩ সেপ্টেম্বর মানিককে কারাগারে প্রেরন করেন আদালত। সেই থেকেই সে বরিশাল কারাগারে বন্দি ছিল। বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে তিনি কারা হাসাপতালে চিকিৎসাধীন ছিলো। শুক্রবার বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে শেবাচিম হাসপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মানিক শেখ মৃত্যুর কোলে ঢলে পরে। শনিবার সকালে ময়না তদন্ত শেষে মানিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।