আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ড. নীলকান্ত বেপারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টুর নামে মনোনয়ন ফরম সংগ্রহ করায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে তোল পাড়ের সৃস্টি হয়েছে। দলীয় নেতা কর্মীরা ড. নীলকান্ত বেপারীর কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে গতকাল শনিবার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ড. নীলকান্ত বেপারী আওয়ামীলীগের নেতাকর্মীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ না করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সংবাদ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বিক্ষুদ্ধ দলীয় নেতা কর্মীরা ড. নীলকান্ত বেপারীকে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির পদ থেকে বহিস্কারের জন্য উর্দ্ধতন নেতৃবৃন্দের কাছে দাবী জানান।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করে বিএনপি নেতার পক্ষে ফরম সংগ্রহ করায় উর্দ্ধতন দলীয় নেতাদের সাথে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু কাছে জানতে চাইলে তিনি বলেন, ড. নীলকান্ত বেপারী আমার অফিসে এসে ছেলের নাম জানতে চেয়ে ফরম সংগ্রগের কথা আমাকে জানিয়েছে।