নিজস্ব সংবাদদাতা ॥ জনতা ব্যাংক লিমিটেডের সিএসআর খাত থেকে শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সুভাষ চন্দ্র গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার। বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, সমাজ সেবক শ্যাম লাল গাইন, সুভাষ চন্দ্র মজুমদার, দ্বীজেন্দ্রলাল বৈরাগী, মতলেব মাতুব্বর, বাদল সরদার প্রমুখ। শেষে প্রধান অতিথি নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের ২৫ জন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩১ জন ও মাগুরা-মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় ১৮জন মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।