আগৈলঝাড়ায় দু’দিনব্যাপী এ্যাডভোকেসি প্রশিক্ষণ

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রোমোটিং ডেমোক্রেটিক ইন্সটিটিউটশন্স এ্যান্ড প্রাকটিসেস (প্রদীপ) আয়োজিত উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী এ্যাডভোকেসি প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউএস-এইডের অর্থায়নে, ইউকে-এইড ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় স্পীড ট্রাস্টের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষন রবিবার আগৈলঝাড়ায় ডাকবাংলো হলরুমে পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক অধ্যাপক দয়ানিধি বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন করেন প্রদীপ প্রকল্প ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার, শাকিল ফেরদাউস ও প্রোগ্রাম এসোসিয়েট শীলা গোমেজ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব নিত্যানন্দ মজুমদার, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, এনজিও ব্যক্তিত্ব জেমস রিপন বাড়ৈ, সিসিলিয়া পারুল মন্ডল, শিক্ষক উত্তম রায়, সাংবাদিক অপূর্ব লাল সরকার, ওমর আলী সানি, ইউপি সদস্য বনিতা বসু প্রমুখ। প্রশিক্ষণে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি, রাষ্ট্রীয় সংবিধান, জাতীয় সংসদ, রাষ্ট্র ও গণমাধ্যম ক্ষেত্রে এ্যাডভোকেসির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।