গৌরনদী সংবাদদাতা ॥ শিক্ষকদের জাতীয়করনসহ ১৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পালরদী মডেল হাইস্কুলের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষক সমিতির সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, শিক্ষক সমিতির পক্ষে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহসভাপতি স্বপন কুমার দে, মাসহুরা চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, শক্তি বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক আঃ হালিম, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষে মোঃ শাহাদাত হোসেন প্রমূখ।