গৌরনদী সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের বরিশাল জেলা উত্তর বাস্তুহারা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মোঃ খন্দকার অহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, মোঃ শাহাবুদ্দিনকে আহবায়ক ও মোঃ জাকির হোসেন কবিরাজকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের বরিশাল জেলা উত্তর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতী দিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বাস্তহারা দলের নেতৃবৃন্দরা। এক বিবৃতীতে নেতৃবৃন্দরা শাহাবুদ্দিনকে আহবায়ক ও মোঃ জাকির হোসেন কবিরাজকে সদস্য সচিব করে বরিশাল জেলা উত্তর বাস্তুহারা দলের আহবায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মোঃ ফকরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতীদাতারা হচ্ছেন-গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, উপজেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান শরীফ স্বপন, সাধারন সম্পাদক মোঃ রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, উপজেলার বাস্তুহারা দলের সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক প্রভাষক বেল্লাল হোসেন, পৌর সভাপতি বাবুল সরদার বাপ্পী, সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানাত শরীফ প্রমূখ।