নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলার মাহামুদজান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র রিয়াজুল ইসলামের স্কুলে যাওয়ার পথে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। আশংকাজন অবস্থায় রিয়াজুলকে রবিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ৫ দিন পূর্বে মুলাদী মাহামুদজান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র রিয়াজুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনার জেরধরে একই শ্রেণীর ছাত্র পুলকের বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে রবিবার সকালে স্কুলে যাবার পথে রিয়াজুলকে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে পুলক ও তার সহপাঠীরা। এসময় রিয়াজুলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।