গৌরনদী সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী (বিএইচপি) ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে দৈনিক সমকাল ও পরিবর্তন আগৈলঝাড়া প্রতিনিধি কে.এম আজাদ রহমানসহ নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএইচপি একাডেমীর অভিভাবক শ্রেণীর সদস্য পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মঙ্গলবার সকালে দৈনিক সমকাল ও পরিবর্তন আগৈলঝাড়া প্রতিনিধি কে.এম আজাদ রহমান মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেছেন। এসময় তার সাথে ছিলেন এস.এম বালিকা ম্যাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার মোল্লা, বিএইচপি একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য পরেশ রায়, শিক্ষক হারুন-অর রশিদ, সাংবাদিক ফেরদৌস মোল্লা বাবু, ব্যবসায়ী ইন্দ্রজিৎ হালদার, সোহরাব পাইক, অজিত হালদার, হেলাল পাইক, সোহরাব ফকির, সৈকত মন্ডল দিপু, মোঃ ফরহাদ হোসেন, জাকাত ফকির, লিটন খলিফা, সমীর বিশ্বাস, মোঃ সাইদুল প্রমুখ। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষসময় বিকেল চারটা পর্যন্ত আরো যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-ডাঃ নিজাম উদ্দিন শাহ্, সন্তোষ কুমার বাড়ৈ, সরদার হারুন-অর রশিদ, রমনীকান্ত সরকার, অমল সরকার, মহিলা প্রার্থী নাছিমা বেগম, আরতি মধু ও নাছিমা বেগম। চলতি মাসের ২৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।