নিজস্ব সংবাদদাতা ॥ দাম্পত্য কলহের জেরধরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মঙ্গলবার সকালে স্ত্রীকে এলোপাথারী ভাবে কুপিয়ে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী আব্দুল মান্নান। নিহতের লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী সাকুরুন বিবিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নগরীর রূপাতলী এলাকায় বসবাসরত আব্দুল মান্নান মিয়ার সাথে সোমবার গভীর রাতে স্ত্রী সাকুরুন বিবির বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে মান্নান ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী সাকুরুন বিবিকে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় সাকুরুনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা পর পরই মান্নান রূপাতলী এলাকা ছেড়ে নলছিটির মাদারগোনাস্থ গ্রামের বাড়িতে যান। সেখানে বসে মান্নান সবার অজান্তে ওই রাতেই বিষপান করে আত্মহত্যা করে। পুলিশ নিহত মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।