নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে বুধবার কৃষি ভিত্তিক শিল্প ও এসএমই খাতে প্রতিষ্ঠিত ও সাম্ভাব্য উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস হলরুমে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক জি.এম হারুন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.এ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, পরিচালক এ্যাডভোকেট সাহিদা হারুন, এজিএম মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক এম জাফর মিয়া, গৌরনদীর ব্যবস্থাপক আব্দুল মান্নান মিয়া, ভিডিপি কমান্ডার আইউব আলী প্রমুখ।