বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকায় বুধবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ১৮৯ জন তথ্য সংগ্রহকারীরা নগরীর ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। এই তথ্য সংগ্রহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নতুন ভোটাররা তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে গিয়ে ছবি তুলতে পারবেন। নতুন ভোটারদের মধ্যে ১৯৯৫ সনের ১ জানুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন, বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য সোমবার জেলা স্কুলে ১৮৯ জন তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষন দেয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট কাউন্সিলরের কার্যালয়ে চলবে ছবি তোলার কাজ। নির্বাচন অফিস সূত্রে  আরো জানা গেছে, নগরীর ৩০ টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে এ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হয়েছে। ১ নং ওয়ার্ড থেকে ৭ নং ওয়ার্ড পর্যন্ত দায়িত্বে রয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান। ৮ থেকে ১৬ নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। ১৭ থেকে ২৩ নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদের ও ২৪ থেকে ৩০ নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গির আলম। এ ব্যাপারে জনগনের সহযোগীতা কামনা করে ইতোমধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডেই ব্যাপক মাইকিং শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিসার দুলাল তালুকদার বলেন, গতকাল বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হাল নাগাদের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য তথ্য সংগ্রহকারীদেরকে সকলকে সহযোগীতা করার জন্য তিনি অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০০৯ সনে সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। সে সময় নগরীর ভোটার সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ২৫০ জন হলেও এবার ভোটার সংখ্যা আরো বাড়তে পারে বলে নির্বাচন অফিসার মনে করছেন।