র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব সংবাদদাতা ॥ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি করেছেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য্য। গতকাল শুক্রবার সকালে বরিশাল নগরী অশ্বিনী কুমার টাউন হলে জেলা গণঐক্যের কর্মীসভায় পঙ্কজ ভট্রাচার্য এই দাবি করেন। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কাঠামো প্রশ্নে দেশের মানুষ বড় দলগুলোর মধ্যে সমঝোতা চায়।

গণঐক্যের বরিশাল জেলা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য্য আরো বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস এখন জাতীয় সন্ত্রাসে পরিনত হয়েছে। ছাত্রলীগ-ছাত্রদলের সন্ত্রাসের অভিশাপ দেশের গোটা ছাত্র সমাজ বহন করবে এটা হতে পারেনা। ছাত্রদল ও ছাত্রলীগের কমিটি গঠনে গণতন্ত্র চর্চা না করায় এই অবস্থা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, গণঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট এস.এম.এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, জেলা সদস্য সচিব নুরুল ইসলাম প্রমুখ।