হযরত মুহাম্মদ (সঃ)কে ব্যাঙ্গ করে চলচ্চিত্র নির্মান বাতিল ও নির্মাতাদের ফাঁসির দাবি

নিজস্ব সংবাদদাতা ॥ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটাক্ষ করে একটি ইসলাম বিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ নির্মান করার প্রতিবাদে ও নির্মাতাদের ফাঁসির দাবিতে বরিশালের বাব্গুঞ্জ ও গৌরনদীতে মার্কিন বিরোধী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জে ছাত্র-জনতার উদ্যোগে কলেজ গেট থেকে স্মরন কালের ঐতিহাসিক গণমিছিল বের করা হয়। ছাত্র-জনতার আয়োজনে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ গেটে এসে শেষ হয়। এসময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাবুগঞ্জ বাজার, কলেজ গেটের সকল দোকান পাট বন্ধ রেখে ও স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও মিছিলে অংশগ্রহন করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, কলেজ অধ্যক্ষ আকম মিজানুর রহমান, প্রভাষক এস.এম খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ফজলুল করিম হাওলাদার, প্রধান শিক্ষক ইসাহাক আলী, অধ্যাপক আবুল বাসার, মাওলানা মোস্তাফিজুর রহমান, বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যবসায়ী মোস্তফা নলী, ব্যবসায়ী আসাদুজ্জামান জেহাদ, বাবুগঞ্জ দাখিল মাদ্রসার সহ-সুপার মাওলানা এনায়েতুর রহমান, সিদ্দিকুর রহমান, ইব্রাহিম খলিল, শেখ নজরুল ইসলাম মাহাবুব, জহিরুল হাসান অরুন, আবুল বাসার, আয়োজক কমিটির পক্ষ থেকে ওবায়দুল হক জুয়েল, মোঃ নিয়াজ মাহামুদ লোকমান, নয়ন, রবিউল, মিনহাজ, ফরিদ, সজল, সজিব হোসেন, মাসুদ, শহিদুল, মোস্তফা, ছাত্র নেতা গোলাম কিবরিয়া, মাছুম, নাইম প্রমূখ। একইদির সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৌরনদীতে।

উপজেলার ঐতিহ্যবাহী কাছেমাবাদ সিদ্দিকিয়া কামীল মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে গৌরনদীর সর্বস্তুরের জনসাধারন অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।