নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট
ইউনিয়নের বার্ষিক সাধারন সভা
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নলচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় ক্রেডিট ইউনিয়নের সভাপতি মীর মানিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)’র বরিশাল অঞ্চলের পরিচালক মোঃ রাসেদুজ্জামান ঝিলাম। বিশেষ অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, সাবেক চেয়ারম্যান জি.এম হারুন মৃধা, কালবের এরিয়া কো-অডিনেটর শাহিনুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আলম ফকির, পর্যবেক্ষন পরিষদের সভাপতি ফেরদৌস লেনা মতিউল, সাবেক সম্পাদক মনিরুজ্জমান, সদস্যা আরতি অধিকারী প্রমুখ।
Comments are closed.