হরতালে বরিশালের জীবন যাত্রা স্বাভাবিক – আটক-৩

নিজস্ব সংবাদদাতা ॥ রবিবারের হরতালে বরিশালে জীবন যাত্রা ছিলো স্বাভাবিক। নগরীতে বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনের ন্যায় যানবাহনের চলাচলও বৃদ্ধি পেয়েছে। খোলা ছিলো ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এছাড়া কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পিকেটিংয়ের চেষ্টাকালে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো- আব্দুল্লাহ (২৭), আরিফুল ইসলাম ইমরান (১৮) ও জসিমউদ্দন (৪০)। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার ও স্থানীয় সবকটি রুটে বাস চলাচল বন্ধ ছিলো। তবে অভ্যন্তরীন নৌ রুটে লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক। অপরদিকে ইসলামী ও সমমনা ১২ দল গতকাল রবিবার ভোরে হরতালের পক্ষে নগরীর ছয়টি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে। এছাড়া বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীসহ সবকটি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছিলো। টহলে ছিলো বিভিন্ন বাহিনীর সদস্যরা। হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জিললুর রহমান ও পুলিশ সুপার দেবদাষ ভাট্টাচার্য।