গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ হোসেন মোল্ল¬ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার। বিশেষ অতিথি ছিলেন টরকী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন ফারুকী, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম। বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও পল্টন থানা শ্রমিকলীগের সভাপতি মোল্ল¬া আহসান হাবীব, প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন প্রমুখ। শেষে স্কুলের অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
একইদিন বিকেলে গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান।