গেরাকুল আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন করছে নৃত্য শিল্পী রুপসী আক্তার
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল ও পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে গতকাল শনিবার বিকেলে পুরস্কার বিতরন করা হয়।
গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাহমুদ গোলাম সালেক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জি.এম আলাউদ্দিন, সেকান্দার আলী বেপারী, শরীফ মোঃ জামাল, মোজাম্মেল হোসেন সরদার প্রমুখ। শেষে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। একইদিন বিকেলে উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস পুরস্কার বিতরন করেন।