গৌরনদী বাসষ্ট্যান্ডে ভাড়া চাওয়ার অপরাধে বাস ও কাউন্টার ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ ভাড়া চাওয়ার অপরাধে বুধবার দুপুরে লোকাল বাস ও কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুরসহ এক স্টাফকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

হামলায় আহত লোকাল বাস “মাষ্টার পরিবহনের” হেলপার রমিজ হাওলাদার জানান, বুধবার বরিশাল থেকে ভূরঘাটাগামী যাত্রীবাহি লোকাল পরিবহন দুপুর বারোটার দিকে গৌরনদীর মাহিলাড়া বাসষ্ট্যান্ডে পৌঁছে। মাহিলাড়া থেকে ৪/৫ জন যুবকেরা গাড়ির ছাঁদে ওঠে। কাছেমাবাদ বাসষ্ট্যান্ডে পৌঁছলে তিনি (রমিজ) ছাঁদে উঠে তাদের কাছে গাড়ি ভাড়া দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা রমিজকে মারধর করে আহত করে। গৌরনদী বাসষ্ট্যান্ডে যাত্রীবাহি বাসটি পৌঁছলে পূর্ণরায় হামলাকারী যুবকেরা বাসে হামলা চালিয়ে ভাংচুর ও পূর্ণরায় রমিজের ওপর হামলা চালিয়ে আহত করে। এসময় গৌরনদী বাসষ্ট্যান্ডের লোকাল বাসের কাউন্টারের স্টাফরা হামলাকারীদের নিভৃত করার চেষ্ঠা করে। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় রমিজ হাওলাদার বাদি হয়ে হামলাকারী স্থানীয় রেজাউল শরীফ ও নাসির শরীফের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।