নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার দুপুরে একটি পান বরজের মধ্য থেকে অজ্ঞাতনামা (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, বুধবার সকাল ১১ টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে খালেক ঘরামীর পান বরজের মধ্যে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। দুপুর একটার দিকে গৌরনদী থানার উপ-পরিদর্শক ফোরকান হাওলাদার লাশের সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেন। উপ-পরিদর্শক ফোরকান হাওলাদার জানান, উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।