নিজস্ব সংবাদদাতা ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে গৌরনদীতে গতকাল শনিবার ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে তিনদফা হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা ছাত্রদল নেতা জসিম উদ্দিন শরীফের সমর্থক আসিফ ইকবালের সাথে দলীয় কার্যালয়ে বসে অপর ছাত্রদল নেতা কাজী সোহাগের বাগবিতন্ডা হয়। এরজেরধরে উভয়ের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়গ্রুপের সমর্থকদের মধ্যে তিন দফা হামলা ও সংঘর্ষে উভয়গ্রুপের জসিম উদ্দিন শরীফ, আসিফ, বাপ্পী, কাজী সোহাগ, জাভেদ সেলিম, সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির সরদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খানসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনার পর থেকে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।