নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা, সাবেক ইউপি সদস্যা রাশিদা বেগমের পিতা উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত হোসেন হাওলাদার (৮৫) বাধ্যর্কজনিত কারনে শুক্রবার সকালে পূর্ব গরঙ্গল গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহির……রাজিউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল জেলা উত্তর যুবদলে সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাছলিমা বেগম, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ফকির গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।