উজিরপুরের গুঠিয়া গ্রামের ফেরারী আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের চাঞ্চল্যকর রশিদ মোল্লা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জসিম উদ্দিন বাবু (৫২) নামের ফেরারী আসামি গুঠিয়া গ্রামের মৃত আফসার হাওলাদারের পুত্র। শনিবার গভীর রাতে তাকে ঢাকার তেঁজগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উজিরপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেঁজগাও এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে প্রথমে থানায় নিয়ে আসা হয়। ওইদিন দুপুরেই আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গুঠিয়া গ্রামের বাসিন্দা রশিদ মোল্লা ১৯৮৯ সনে খুন হয়। ওই মামলার অন্যতম আসামি জসিম উদ্দিন বাবু। নিন্ম আদালত তার বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষনা করেন, যা পরবর্তীকে উচ্চ আদালতও ওই রায় বহাল রাখেন। মামলা দায়েরের পর জসিম উদ্দিন বাবু গ্রেফতার হলেও উচ্চ আদালত থেকে সে জামিনে বেরিয়ে গত ১৫ বছর ধরে আত্মগোপন করে।