নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরধরে ছোট জায়ের হামলায় বড় জা হাসি বেগম (২৭) নিহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের ১১ দিন পরেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি।
নিহতের স্বামী ও খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোঃ কবির হোসেন সরদার অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো সত্বেও রহস্যজনক কারনে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে মামলা প্রত্যাহারের জন্য আসামি ও তাদের ভাড়াটিয়া লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ তার স্ত্রীর ন্যায় তাকেও হত্যা করার হুমকি অব্যাহত রেখেছে।
কবির হোসেন আরো অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তার ছোট ভাই প্রবাসী জামাল সরদারের স্ত্রী রুনা বেগমের সাথে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরধরে গত ২৯ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে প্রবাসী জামালের স্ত্রী রুনা বেগম তার পিতা আমির সরদার, চাচা আইউব আলী সরদারসহ তাদের সহযোগীরা তার (কবিরের) স্ত্রী হাসি বেগমের ওপর তুচ্ছ ঘটনার জেরধরে হামলা চালায়। একপর্যায়ে দু’সন্তানের জননী হাসি বেগম জ্ঞান হারিয়ে ফেললে তার মুখে বিষঢেলে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।