নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া থানায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত তোজাম্মর মোল্লার কন্যা নাজমিনকে সামাজিক ভাবে গত দেড় বছর পূর্বে পাশ্ববর্তী দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ বাচ্চুর পুত্র সম্রাটের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সৈয়দ সম্রাট তার স্ত্রী নাজমিন বেগমকে শারিরিক নির্যাতন করে আসছিলো। এ ঘটনায় স্ত্রী নাজমিন বেগম বাদি হয়ে সোমবার রাতে যৌতুক ও নারী নির্যাতন আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ স্বামী সম্রাটকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করেন।