আ’লীগের উন্নয়ন দেখতে হলে খালেদাকে চোখ অপারেশন করাতে হবে -শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আওয়ামীলীগের উন্নয়ন খালেদা জিয়া ও বিএনপি নেতাদের চোখে পড়ে না। তারা বলে আওয়ামীলীগ দেশে কোনো উন্নয়নই করেনি। আওয়ামীলীগের উন্নয়ন দেখতে হলে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের চোখের ছানি অপারেশন করাতে হবে। মন্ত্রী আরো বলেন, আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনেই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রী শুক্রবার নগরীর আধুনিক নৌ-বন্দর টার্মিনালে দেশের সর্ববৃহৎ বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন।আ’লীগের উন্নয়ন দেখতে হলে খালেদাকে চোখ অপারেশন করাতে হবে -শাজাহান খান

মন্ত্রী বর্তমান সরকারের গত সাড়ে তিন বছরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দীর্ঘ ৮০ বছর পর এই প্রথম দেশে বিআইডব্লিটিসি’র অধীনে নতুন দু’টি স্টীমার জাহাজ তৈরী হচ্ছে। বরিশালসহ সিলেট, রংপুর ও পাবনায় মেরিন একাডেমী শীঘ্রই উদ্বোধন করা হবে। চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যাপক উন্নয়ণ করা হয়েছে। নতুন ১০টি স্থল বন্দর শীঘ্রই উদ্বোধন করা হবে। মন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বরে দেশে এই প্রথম ২৫০ মেট্রিক টন ওজনের দুটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। মন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের অনুরোধে জেল খাল খনন সহ নৌ-বন্দর এলাকায় বিআইডব্লিটিএ’র জমিতে আধুনিক মার্কেট, হীমনীড়ে ইকোপার্ক ও একটি কমিউনিটি সেন্টার নির্মানের ঘোষনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক সিটি মেয়র শওকত হোসেন হিরন আসন্ন ঈদুল আযহা ও দুর্গা পূজায় লঞ্চ মালিক সমিতিকে ভাড়া বৃদ্ধি না করার আহবান জানান। সভার বিশেষ অতিথি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মোঃ সামছুদ্দোহা খন্দকার বলেন, ঢাকা-বরিশাল রুটে রোটেশন প্রথা থাকছে না। তিনি দক্ষিণাঞ্চলের নৌ-রুটে নাব্যতা সংকট শেষ না হওয়া পর্যন্ত দু’টি ড্রেজার কাজ করার কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), কনফিডেন্ট গ্র“পের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর জোবায়ের আহমেদ প্রমুখ। কীর্তনখোলা-২ লঞ্চের স্বত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌসের পক্ষে তার বড় ভাই মনিরুল আহসান মনির লঞ্চটির সার্বিক বিষয়াদী উপস্থাপন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান।