মুলাদীতে অবৈধ অস্ত্র ও জালনোটসহ সেনা সার্জেন্ট পুত্র নিয়ে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার সকালে অবৈধ অস্ত্র, গুলি ও জাল টাকার নোটসহ গ্রেফতার হয়েছে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার পুত্র। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

মুলাদী থানার ওসি মোঃ শাহআলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল দশটার দিকে পুলিশ সদস্যরা উপজেলার বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের মৃত মুঈনুদ্দিন চৌকিদারের পুত্র ও অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সার্জেন্ট মোঃ সিরাজ চৌকিদারের (৫৫) বসত ঘরে তল্লাশী অভিযান চালায়। এসময় পুলিশ সিরাজ চৌকিদারের ঘরের খাটের নিচ থেকে একটি ব্রিফকেস উদ্ধার করে। ব্রিফকেসের মধ্য থেকে একটি জাপানের তৈরি তিন রাউন্ড গুলিভর্তি পিস্তল, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং এক হাজার টাকার তিনটি ও ৫’শ টাকার ৫টি জাল নোট উদ্ধার করে। এ অভিযানকালে কৌশলে পালিয়ে যাবার সময় পুলিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজ চৌকিদার (৫৫) ও তার পুত্র লিমন চৌকিদারকে (২২) গ্রেফতার করে।