গৌরনদীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের শপথ গ্রহন

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী সশস্ত্র বাহিনীর (অবসরপ্রাপ্ত) সদস্যরা শনিবার সকালে শপথ গ্রহন করেছেন। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করার অঙ্গিকার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্বোচ্ছার আন্দোলন সংগ্রামকে সামনে রেখে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়োজনে শপথ গ্রহনের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনা, নৌ, বিমান, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর অফিসার ও সদস্যরা (অবসরপ্রাপ্ত) অংশগ্রহন করেন।

গৌরনদী কৃষি ব্যাংকের তৃতীয় তলায় অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জি.এম হারুন মৃধা। বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার মুনসুর আলী হাওলাদার, সুবেদার মেজর (অবঃ) মোস্তফা জামান, সুবেদার (অবঃ) গোলাম মোস্তফা, গৌরনদী মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার ও সার্জেন্ট (অবঃ) আব্দুর রাজ্জাক চোকদার, সার্জেন্ট (অবঃ) কাঞ্চন সরদার, সার্জেন্ট আবুল কালাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়ার আলী, ইউনুস হাওলাদার, আনসার কমান্ডার আব্দুর রব প্রমুখ।