ষ্টাফ রিপোর্টার ॥ বরিশালে দু’দিনব্যাপী রিডিম আবাসন মেলা আজ রবিবার সম্পন্ন হয়েছে। বরিশালবাসীর ঢাকায় আবাসন সুযোগ সৃষ্টির লক্ষ্যে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে গত শনিবার এ মেলা শুরু হয়েছিলো। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়েদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্বেরাতুল কুরআন বোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী। রিডিম রিভার সিটি লিমিটেটের ভাইস চেয়ারম্যান মাওলানা সাখাওয়াত হোসাইন। বক্তব্য রাখেন রিডিম রিভার সিটি লিমিটেটের পরিচালক মুহসিনুল হাসান, রিডিম রিভার সিটি লিমিটেটের পরিচালক এম শমশের আলী প্রমুখ।