নিজস্ব সংবাদদাতা ॥ বিশাল চালানের ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত বরিশালের মাদক সম্রাট সুমন মোল্লার তিনদিনের ও আরেক মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকার সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। এরমধ্যে সুমনের তিন দিনের ও আনোয়ারুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার থেকে তাদের রিমান্ড কার্যকর হবে। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী সুমন মোল্লার চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর গভীর রাতে ২ হাজার ৭’শ ৫০ বোতল ফেন্সিডিলসহ বরিশালের মাদক সম্রাট সুমন মোল্লাকে গ্রেফতার করে মেট্রো ডিবি পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ডিবির উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বাদি হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।