স্টাফ রিপোর্টার ॥ গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহর কনিষ্ঠপুত্র মেধাবী ছাত্র ও ক্ষুদে ক্রিকেটার নাঈম মিয়ার কুলখানী দোয়া-মিলাদ গতকাল মঙ্গলবার বিকেলে তার নিজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। নাঈমের অকাল মৃত্যুতে আজ বুধবার সকাল দশটায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বাদ আছর সাংবাদিক আহছান উল্লাহর দক্ষিণ পালরদী মহল্লার নিজবাড়িতে পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত কুলখানী ও দোয়া-মিলাদে গৌরনদীর কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সদরের আল-হেলাল একাডেমীর শিক্ষক হাফেজ মোঃ আবুল কালাম। আজ বুধবার সকাল দশটায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।